৩৪
শামীমা রহমান,ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মোঃ নাহিন হোসেন। মায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত। এখন চিকিৎসার জন্য প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন, তাঁর মায়ের জীবন বাঁচাতে মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বিশাল অর্থ তাদের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
নাহিন হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার মায়ের স্তনে দুটি টিউমার ধরা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো অপারেশন ও কেমোথেরাপি করানো সম্ভব হলে তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন।
খোঁজ নিয়ে জানা যায়, চিকিৎসার ব্যয় বহন করা নাহিনের পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই তিনি সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সহযোগিতার উপায়:
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল/সেন্ড মানি): 01301295189 (সাব্বির);
ব্যাংক অ্যাকাউন্ট:
অ্যাকাউন্ট নম্বর: 20506596700023005
হোল্ডার: Sheikh Nahian Mahmud Riky
ব্যাংক: Islami Bank Bangladesh PLC
রাউটিং নম্বর: 125440640
শাখা: শেখপাড়া বাজার, ঝিনাইদহ ব্রাঞ্চ
