সফিকুল ইসলাম পাটগ্রাম প্রতিনিধি।
জাগো বাহে তিস্তা পাড়ের মানুষ জাগো।
আজ সকাল ১৭-০২-২০২৫ রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় শুরু হতে যাচ্ছে জাতীয়তাবাদী বিএনপি এর ডাকে বাঁচাও তিস্তা বাঁচাও দেশ এই উপলক্ষে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি চলিতেছে তাই-
বৃহত্তর রংপুর বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে লালমনিরহাট জেলার তিনটিস্থানে অবস্থান নিচ্ছে মানুষ। এর মধ্যে রয়েছে- সদর উপজেলার তিস্তা সেতু এলাকা, মহিপুর তিস্তা সেতু এলাকা ও দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা। ৪৮ ঘণ্টার প্রথম দিন সকাল থেকে বিভিন্ন পয়েন্টে মানুষ আসতে শুরু করেছে। অনেকে দলে দলে মিছিল নিয়েও আসছেন।
দুদিন অবস্থানের জন্য তৈরি হয়েছে মঞ্চ, রাত্রীযাপনের জন্য প্যান্ডেলসহ রয়েছে নানা আয়োজন। রয়েছে পদযাত্রা, আলোচনা, তিস্তায় দাঁড়িয়ে মশাল প্রদর্শন, ডকুমেন্টরি প্রদর্শন সহ নানা আয়োজন। বিকেলে তিস্তা সেতু এলাকা পয়েন্টের আয়োজনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফফরুল ইসলাম আলমগীর।
তিস্তাপাড়ের মানুষ এ আন্দোলনে অংশ নিয়ে নদীটির করুণ কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান, এবং কিভাবে পানির ন্যায্য হিস্যাসহ তিস্তায় বাঁধ ও খনন, এবং প্রতিবছর বন্যায় তিস্তার উজানের ঢল এসে বহু ফসলের জমি এবং ঘরবাড়ি বিনাশ করে, অসহায় দুস্থ মানুষদের করুন অবস্থা সৃষ্টি হয়, দুঃখের সীমানা থাকে না, তাই আজকের এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে
তিস্তা নদী রক্ষা আন্দোলন সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসা শুরু করেছে হাজার হাজার মানুষ। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেখান থেকেই তিস্তার আন্দোলন কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই নির্দেশনা আসবে বলেও তিনি জানান
