৪৪
মুন্সীগঞ্জ থেকে ফিরে – সফিউর রহমান সফিক
—————————— —————————— —
মেঘনার দুর্ধর্ষ জলদস্যু কানা জহিরকে এখনো গ্রেফতার করতে পারিনি পুলিশ । তবে তার সহযোগী জলদস্যু হৃদয়কে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ আজ ২০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি বার বিকালে অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়েছেন । এই তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ । অনুসন্ধানে ও বিভিন্ন সূত্রে জানা গেছে কারা জাহিরের সহযোগী হৃদয় কিছুদিন আগে মেঘনা নদীতে প্রকাশ্য গুলি চালিয়ে দুইজনকে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয় তার বিরুদ্ধে খুন , ডাকাতি, চাঁদাবাজি, দাঙ্গা – হাঙ্গামা গুলি ,বোমাবাজি সহ একাধিক মামলা রয়েছে চাঁদপুর জেলার মতলব উত্তর থানা ও মুন্সিগঞ্জ সদর থানাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে ।

সূত্রে জানা গেছে দুর্ধর্ষ অপরাধীকে ছাড়াতে তার সহযোগীরা বিভিন্ন মহলের তদবির শুরু করেছে । এদিকে আরো জানা গেছে মেঘনা ও পদ্মা নদীর দুর্ধর্ষ জলদস্যু সরদারের নাম জহির ওরফ কানা জহির , জহির ও তার সহযোগী জলদস্যুদের সন্ত্রাস , চাঁদাবাজি ,ডাকাতি, অপহরণ, মুক্তিপণ সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ ও দিশেহারা মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলা বাসিন্দারা । জলদস্যু কানা জহির তার দলবল নিয়ে অবৈধ অস্ত্র উঁচিয়ে প্রতিদিন মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলার পদ্মা ও মেঘলা নদী ও আর আশপাশের এলাকায় তার বিশাল বাহিনী নিয়ে অবৈধ অস্ত্র উচিয়ে প্রকাশ্য দিবালাকে ও নিশিতে বিভিন্ন জাহাজ, নৌযানে করছে ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন সহ দাঙ্গা -হাঙ্গামা, মারপিট ,গুলি- বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় খুন খারাপি জ্বালাও পোড়াও করে বর্তমানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে উক্ত দুই জেলার মানুষকে জিম্মি করে রেখেছে। উক্ত দুর্ধর্ষ জলদস্যুর এহেন কর্মকাণ্ডের হাত থেকে বাঁচতে এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী মহল।
স্থানীয় পুলিশ সহ ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জলদস্যুর বিরুদ্ধে প্রয়োজন ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে বারবার অভিযোগ করার পরও উক্ত জলদস্যুর বিরুদ্ধে প্রয়োজনীয় কোন পদক্ষেপ না নেয়ায় দিন দিন বেড়েই চলেছে চাঁদপুর ও মুন্সিগঞ্জ এর পদ্মা -মেঘনা নদী এলাকার দুর্ধর্ষ জলদস্যু কানা জহিরের দৌরাত্ম। এই জলদস্যুর বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব উত্তর সহ মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর গজারিয়া সহ দেশের বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি খুন , ধর্ষন ,গুলি বোমাবাজি- মারপিট, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে অসংখ্য মামলা রয়েছে। তবে কি কানা জহির এখনো আইনের ঊর্ধ্বে ।
