সফিউর রহমান সফিক
——————————–
মতলব উত্তর থানায় আলোচিত উজ্জ্বল মিজি হত্যা মামলার অন্যতম আসামি জলদস্যু ফরিদ গাজী শরীয়তপুরের কৃত্তি নাসা নদীতে ডাকাতি কালে জনতার হাতে আটক হয়ে গণ পিটুনিতে আহত হয়ে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে শরীয়তপুর পুলিশের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জানা গেছে ২৮শে ফেব্রুয়ারি রাতে জলদস্য ফরিদ গাজী সহ ১১ সদস্যদের জলদস্যু দল আঙ্গারিয়া এলাকায় স্পিডবোট নিয়ে কৃত্তি নাসা নদীতে ডাকাতি করতে বের হয়ে নদীতে বাল্ক হেড সহ বিভিন্ন নৌজানের ডাকাতি শুরু করে ওই সময় নৌযান শ্রমিক ও এলাকার লোকজনের আত্ম চিৎকারে নদীর আশেপাশের বাড়ি-ঘরের লোকজন আগাইয়া আসে ঔ সময় এলাকার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে হাজার হাজার লোক নদীর পাড়ে জড়ো হয় এরপর স্থানীয়রা বিভিন্ন নৌযান নিয়ে ডাকাতদের ধাওয়া করে এই পরিস্থিতিতে ডাকাত দল এলোপাতাড়ি গুলি করতে করতে বেপরোয়া ভাবে স্পিড বোর্ড চালিয়ে পালানোর চেষ্টা করে এমন সময় বাল্ক হেড শ্রমিকরা কয়েকটি বাল্কহেড দিয়ে নদীতে তাদের পথ আটকে দিয়ে ডাকাতদের স্পিডবোট আটকে দেয় ।

তখন জলদস্যুরা অবস্থা বেগতি দেখে রাজগঞ্জ ইটভাটার পাশে তাদের স্পিডবোট থামিয়ে ডাঙ্গায় উঠে পালাতে চেষ্টা করে তখন এলাকার হাজার হাজার লোকজন ডাকাতদের ঘেরাও করে । ঔ সময় ডাকাতরা অবস্থানে গতি দেখে এলোপাতাড়ি গুলি করতে শুরু করেন। একপর্যায়ে এলাকার লোকজন জীবন বাজি রেখে ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ে কয়েকজন ডাকাতকে ধরে ফেলে গণপিটুনি দেয় । এলাকাবাসীর গণপিটুনিতে প্রায় সাতজন ডাকাত গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় শরীয়তপুরের এক হাসপাতালে পুলিশ পাহারায় আছে । এদিকে জানা গেছে নৌ ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে । আহত এলাকাবাসীদের মধ্যে তিন (৩) জনের অবস্থা গুরুতর । তাদের একজন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শরীয়তপুর হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে এদিকে আরো জানা গেছে জনতার হাতে আটক ডাকাতদের একজন মুন্সীগঞ্জ জেলার কালিরচর এলাকার উজ্জ্বল মিজি হত্যা মামলার এজহার ভুক্ত আসামি ফরিদ গাজী। এই কুখ্যাত জলদস্যু ফরিদ গাজীসহ তার কয়েকজন সহযোগী ক'”বছর আগে চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকায় উজ্জ্বল মিজি নামক এক ব্যবসায়ীকে নৃশংসভাবে তার দলবল নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। উজ্জ্বল মিজি হত্যার বিষয় মতলব উত্তর থানায় হত্যা মামলা হলে পুলিশ জলদস্যু ফরিদ গাজী সহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেন , জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করেন উজ্জ্বল মিজি হত্যা মামলার আসামিদের । পরবর্তীতে আসামিরা জেল থেকে ছাড়া পেয়ে এই মামলায় আর হাজির হয়নি। আলোচিত উজ্জ্বল মিজি হত্যা মামলাটি বর্তমানে তদন্ত করছেন চাঁদপুর জেলা পি বি আই জলদস্যু ফরিদ গাজীর নামে মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানা সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন ,চাঁদাবাজি, জল দস্যুতা, গুলি, বোমাবাজি, দাঙ্গা -হাঙ্গামা সহ বিভিন্ন অপরাধে অসংখ্য মামলা রয়েছে জলদস্যু ফরিদ গাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে । সূত্রে আরও জানা গেছে কদিন আগে মেঘনা নদীতে ফরিদ গাজী ও তার সহযোগী জলদস্যু কানা জহির দুইজন ব্যক্তিকে নদীতে চাঁদাবাজি করতে যেয়ে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জলদস্যু কানা জহির ও ফরিদ গাজী মুন্সিগঞ্জ ও চাঁদপুর এলাকার মেঘনা ও পদ্মা নদীতে বিশাল এক ডাকাত বাহিনী গড়ে তোলে প্রতিদিন নৌযানের ডাকাতি ও চাঁদাবাজ করার অভিযোগ তাদের বিরুদ্ধে বহুদিনের । শরীয়তপুরের কৃত্তিপাশা নদী এলাকায় ডাকাতির ঘটনায় আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা হয়েছে।
