অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ
পঞ্চপল্লী সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি-গুরু-তারকচাঁদ মন্দির কমিটির আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে মতুয়া মহোৎসব, সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।দুই দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমৎ পরিক্ষীত গোসাই তারকধাম শ্রীপাঠ,জয়পুর। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, গুরুমাতা শ্রীমতি মিনাক্ষীদেবী,তারকধাম শ্রীপাঠ,জয়পুর। রাই মোহন মজুমদার এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন,সহসভাপতি অসীম গাইন,দিলীপ বিশ্বাস, সাধারণ সম্পাদক শৈলেন্দ্র নাথ রায়,সহসাধারণ সম্পাদক সুজন কুমার হালদার, সাংস্কৃতিক সম্পাদক সৌরভ পান্ডে,প্রচার সম্পাদক অনুপ গোলদার, তাপস হালদারপ্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক রনজিৎ কুমার রায় ও প্রভাষক গৌতম মন্ডল।
