খন্দকার মাসুদ রানা (ভুয়াপুর প্রতিনিধি) টাংগাইল :
টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ মৃতপ্রায় গরু জবাই করে বিক্রির দায়ে রফিকুল ইসলাম নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার গোবিন্দাসী টিমোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তারিকুল ইসলাম।
অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে।
জানা যায়, আজ সকালে উপজেলার রাউৎবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী ফারুক হোসেনের একটি গরু অসুস্থ হয়। পরে স্থানীয় কসাই রফিকুল ইসলাম তা কম মূল্যে ক্রয় করে জবাই করে ৬’শ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি শুরু করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সহকারে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) মো.তারিকুল ইসলাম। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি। পরে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ওই কসাইকে। এসময় ভেটেরিনারি সার্জন ডাক্তার মো.তারেকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো.তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
