খন্দকার মাসুদ রানা , ভুয়াপুর প্রতিনিধি, টাঙ্গাইল:
২০২৪-২৫ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এরআগে রবিবার (০৯ মার্চ) সকালে কৃষক-কৃষাণী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মাহমুদুল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন প্রমুখ। এতে উপজেলার ৩০ জন কৃষক অংশ নেন।
