হাফিজুর রহমান :
বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)-ডেসকো শাখা এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি প্রকৌ. ইবনে ফজল সাইফুজ্জামান মহাসচিব ,প্রকৌ, কাজী সাখাওয়াত হোসেন এবং সদস্য সাংগঠনিক করা হয়েছে প্রকৌ, হারুন অর রশিদকে ।
গত ২০ মার্চ বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর উদ্যোগে আইডিইবি ভবনের মালটিপারপাস হলে -ডেসকো শাখা এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, আহবায়ক প্রকৌ. এস এম সাইফুল বারী ,সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌ, আনিসুর রহমান সম্রাট, যুগ্ম আহবায়ক প্রকৌ মাসুদ রানা খান ,যুগ্ম আহবায়ক প্রকৌ. মোঃ জাহিদ সিদ্দিকী ,যুগ্ম আহবায়ক প্রকৌ. মোঃ জসীম উদ্দিন খান ,যুগ্ম আহবায়ক প্রকৌ. মোঃ জহির উদ্দিন ,সদস্য সচিব প্রকৌ, দেবাশীষ ভৌমিক, যুগ্ম সদস্য সচিব প্রকৌ. মোঃ সেলিম হাসান ,সদস্য (সাংগঠনিক) প্রকৌ, হারুন অর রশিদ ,সদস্য (অর্থ) প্রকৌ. মোঃ মনিরুজ্জামান তালুকদার সবুজ, সদস্য (দপ্তর) প্রকৌ, আব্দুল্লাহ,সভাপতি (প্রকৌ. ইবনে ফজল সাইফুজ্জামান) , মহাসচিব (প্রকৌ, কাজী সাখাওয়াত হোসেন) , ডেসকো শাখা বিএনপি অনুমোদিত একটি পেশাজীবি সংগঠন ।

এছাড়া ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলার আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুব সমাজের আইকন বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করণের নিমিত্তে এবং প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র রুখতে গঠিত কমিটি শহীদ জিয়ার আদর্শ ধারন করে দেশ, জাতি এবং ডেসকো ডিপ্লোমা প্রকৌশলীদের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
