খন্দকার মাসুদ রানা ভুয়াপুর টাঙ্গাইল প্রতিনিধি
শনিবার শহরের বিভিন্ন স্থানে পুণ্যার্থীদের ঢল নামে। সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা পাপ মোচনের আশায় যমুনা ও ঝিনাই নদীর জলে ডুব দিয়ে শুদ্ধি হন। অষ্টমী স্থানের পাশাপাশি এখানে মেলা বসেছে।
অষ্টমী তিথিতে স্নান উপলক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা ও লৌহজং নদীর কয়েকটি ঘাটে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নামে। সকাল থেকে শুরু করে দিনভর যমুনা ও লৌহজং নদীর ঘাটে শত শত নারী-পুরুষ ও শিশু স্নানোৎসবে মিলিত হন। উপজেলা ও দূরদুরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সুবিধার্থে বিভিন্ন মন্দিরে বিশ্রাম ও প্রসাদের ব্যবস্থা নেয়া হয়েছে।
এর পাশাপাশি বসেছে মেলা। উপজেলার স্লুইসগেট, আজমতের মোড় শহিদ জিয়া মহিলা কলেজ রোডে ও গোবিন্দাসী খানুর বাড়ি কালী মন্দিরের সামনে বসেছে মেলা। মেলায় বিভিন্ন রকম খেলনা ও খাদ্যসামগ্রী কিনতে ভীড় করে পুণ্যার্থি ও স্থানিয়রা।
