খন্দকার মাসুদ রানা, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইব্রাহিম খাঁ সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন।
বক্তারা বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার বিষয়ে জবাবদিহি চাইতে হবে। ইসরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী শাহীন, পৌর ছাত্রদল আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সুমন, ইবরাহীম খা সরকারি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক ছামিউল হক সুজন, যুগ্ন আহ্বায়ক রাসেল শেখ, নিকরাইল ছাত্রদলের সভাপতি আলআমিন প্রামাণিকসহ বিভিন্ন ইউনিটের
নেতৃবৃন্দ।
