দেওয়ান সামান উদ্দিন ।
নানা আয়োজনে শেষ হলো পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ । বাংলা নববর্ষ উপলক্ষে সাভার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘের আয়োজনে ক্লাবের মাঠে ১৪ এপ্রিল শুরু হয় এই মেলা। মেলায় স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ খেলাধুলা, হস্তশিল্প ও খাদ্যপণ্যের স্টলসহ ছিলো বর্ণিল নানা আয়োজন।
মেলার প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা। বিশেষ করে শিশুদের জন্য খেলনা, নাগরদোলা ও খাবারের স্টলগুলো ছিল অন্যতম আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা সংগীত, নৃত্য ও নাটকের পরিবেশনা করেন।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ বখতিয়ার বলেন, “লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছর আরও বড় পরিসরে মেলা আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন । তিনি আরো বলেন খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতাল একটি সেবা মুলক হাসপাতাল । এই হাসপাতালে কম খরচে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় ।
পাঁচ দিনব্যাপী এই বৈশাখী মেলা সংস্কৃতির চর্চা ও উৎসবমুখর পরিবেশে মানুষকে একত্রিত করেছে। আনন্দঘন পরিবেশে মেলার সমাপ্তি ঘটে।
দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন, প্রকৌশলী জহিরুল ইসলাম, কবিরপুর উদয়ন সংঘের সাধারন সম্পাদক মোঃ জামিল হোসেন সহ ক্লাবের সকল সদস্যগণ।
সাভার -আশুলিয়ার কবিরপুরে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার সমাপ্তি ।
১০০
previous post
