সফিউর রহমান সফিক
———————————-
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে মার্বেল এন্ড বিয়ারিং ফ্যাক্টরি চালানোর দায়ে মহিমা মার্বেল এন্ড বিয়ারিং ফ্যাক্টরি কে প্রায় ২০ (বিশ) লক্ষাধিক টাকা জরিমানা করেছেন নারায়ণগঞ্জ অঞ্চলের তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ অঞ্চলের তিতাসের কর্মকর্তা শাহাবুদ্দিন জানান বৈধ লাইনের আড়ালে অবৈধ লাইন টেনে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় মহিমা মার্বেল এন্ড বিয়ারিং ফ্যাক্টরির কর্নধার মন্জুর হোসেন বাবুল গ্যাস চুরি করে ফ্যাক্টরি চালাচ্ছিল প্রায় ১৬ বছর যাবৎ। অবশেষে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে মার্বেল ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তার চোরাই লাইনটি খুঁজে পায় , সঙ্গে সঙ্গে তিতাস কর্তৃপক্ষ মন্জুর হোসেন বাবুলের মালিকানাধীন মহিমা মার্বেল ফ্যাক্টরিটি সিলগালা করে গ্যাস লাইট কেটে দেয় । এরপর তিতাস কর্তৃপক্ষ গ্যাস চুরির বিষয়টি মেজারমেন্ট করে কি পরিমান গ্যাস চুরি করা হয়েছে অবৈধ লাইনটি দিয়ে সেই মেজারমেন্ট অনুযায়ী হিসাব- নিকাশ কষে চোরাই লাইন চালানোর অপরাধ এর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় । এর মধ্যে চোরাই লাইন চালানোর দায়ে তাকে ১৪৯১৩৫৮ (চৌদ্দ লাখ একা নব্বই হাজার তিনশ আটান্ন টাকা) ও অতিরিক্ত লাইন চালানোর অপরাধে ৫৫৮৬৪৩ (পাঁচ লাখ আটান্ন হাজার ছয়শত তেতাল্লিশ টাকা) জরিমানা করা হয় । এর সাথে অতিসত্বর এই জরিমানার টাকা পরিশোধ করার জন্য মহিমা মার্বেল এন্ড বিয়ারিং ফ্যাক্টরি কর্ণধারকে নোটিশ করা হয় । এদিকে আরো জানা গেছে মঞ্জুর হোসেন বাবুল প্রায় কয়েক বছর যাবৎ তিতাস গ্যাস কর্তৃপক্ষের অগোচরে অবৈধ লাইন টেনে তার মার্বেল ফ্যাক্টরিটি চালিয়ে আসছিল। দিনে অল্প কিছু সময় বৈধ লাইন ব্যবহার করে বাকি সময় ঘন্টার পর ঘন্টা অবৈধ লাইনের গ্যাস দিয়ে চলতো তার মার্বেল ফ্যাক্টরি । এই দীর্ঘ কয়েক বছরে মন্জুর হোসেন বাবুল কয়েক কোটি টাকার গ্যাস চুরি করলেও অদৃশ্য কারণে তিতাস কর্তৃপক্ষ মাত্র ২০ লাখ টাকা জরিমানা করে তার প্রতিষ্ঠানকে । অন্যদিকে মন্জুর হোসেন বাবুল তাঁর প্রতিষ্ঠানে পুনরায় গ্যাস সংযোগ স্থাপন করতে তিতাসের কিছু অসাধু কর্মকর্তার পিছনে মোটা অংকের টাকা খরচ করে নারায়ণগঞ্জ জেলার তিতাস গ্যাসের জোনাল অফিসে ঘুরঘুর করছে । এমন অভিযোগ পাওয়া গেছে মন্জুর হোসেন বাবুল ও তিতাসের জনৈক কর্মকর্তার বিরুদ্ধে । একাধিক সূত্রে আরো জানা গেছে মঞ্জুর হোসেন বাবুল তার মার্বেল ফ্যাক্টরিতে গ্যাস চুরি করেই ক্ষান্ত হয়নি তিনি অবৈধ গ্যাস দিয়ে সোনারগাঁও , গজারিয়া, কাঁচপুর সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক চুনা ফ্যাক্টরি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । অবৈধ গ্যাস চুরি করে মন্জুর হোসেন বাবুল আজ কোটি কোটি টাকা ও বিপুল ধন-সম্পদের মালিক ! এই ব্যাপারে দুদক ও আইনশৃঙ্খলা সংস্থাকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল
