টাংগাইলের সখিপুর উপজেলায় আতিক হাসান(১৬) নামের এক কিশোরের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে কাকড়াজান ইউনিয়নের বুড়িরচালা দক্ষিণ পূর্বপাড়া এলাকার বাসা থেকে সখিপুর থানার এস আই সাইদুর রহমানসহ পুলিশ সদস্যরা এই মরদেহ উদ্ধার করে।
নিহত আতিক হাসান বুড়িরচালা গ্রামের সৌদ্দি প্রবাসী আয়নাল হকের ছেলে।
এস আই সাইদুর রহমান, আমরা ঘটনা স্থলে এসে দেখি বাড়ীর উঠানে লাশ পড়ে রয়েছে, পিয়ারা গাছে রশি ঝুলছে। গলায় ফাসের দাগ রয়েছে, পরিবারের কথা বলে লাশ ময়নাতদন্তের লাশ মর্গে জন্য পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আতিক হাসানের মা জানান, রাত তিন দিকে বাড়ি যায়, পরে ঘরে আসে কি না আমার খেল নেই। আমার ছেলে মাথা একটু সমস্যা ছিলো। কি কারণে এমন করলো আমি জানি না। সে কোন কিছু নিয়েই বায়না করে নাই।
