দেওয়ান সামান উদ্দিন ।
“মহান মে দিবসে দিচ্ছে ডাক বৈষম্য নিপাত যাক ” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের মাঠে এই শ্রমিক সমাবেশ ও সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুরের মা মাটি ও ৫লক্ষ্য গণমানুষের অভিভাবক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি, কারা-নির্যাতিত নেতা আবুল কালাম সিদ্দিকি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ। উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম মনিরুল হক ভিপি মুনীর, এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন, মির্জাপুর উপজেলা শাখার শ্রমিক দলের সভা্পতি কুব্বত আলী মুধৃা , গোড়াই ইউনিয়ন বি এন পি সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরু , অনুষ্টানটি সঞ্চালনায় ছিরেন গোড়াই, ইউনিয়ন শ্রমিকদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। এছাড়াও মির্জাপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হোক ১০ নং গোড়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ছুটি ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি তোলেন।
