দেওয়ান সামান উদ্দিন ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে । বুধবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নির্দেশনায় আশুলিয়া থানা যুব দলের পক্ষ থেকে শিমুলিয়া ইউনিয়নে কবিরপুর হইতে বাইদগাও বাজার পযর্ন্ত বিএনপি নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন । লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক , কেন্দ্রীয় কমিটির সাবেক স্বেচ্চাসেবক দলের সদস্য মোঃ শামীম হোসেন , শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, স্বেচ্ছা সেবক দলের সদস্য ওসমান গনি , ঢাকা জেলা যুবদলের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মো: সুলতান উদ্দিন সহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং একত্রিশ দফা দাবির গুরুত্ব তুলে ধরেন।
সাভার আশুলিয়াই শিমুলিয়া ইউনিয়নে রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ।
৬৬
previous post
