বিনোদন প্রতিবেদক : চলতি সময়ের মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা। এবার ভিন্নধর্মী এক গল্পে দেখা যাবে তাকে। গল্পটি নিয়ে তিনি খুবই আশাবাদী। সম্প্রতি মুন্সিগঞ্জ ও শ্রীনগর এর বিভিন্ন স্থানে এর শুটিং সম্পন্ন হয়। তরুন প্রতিভাবান পরিচালক জিয়ারিন আবির এর পরিচালনায় এতে আরো দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সাগর রেইনকে। খুব শীঘ্রই ইউটিউবে ফিকশন এন্টারটেইনমেন্ট এর পর্দার দেখা যাবে নাটকটি। আবির বলেন, এরকম কাজ সচরাচর খুব কম হয়। সমাজের একটি কালো দিক তুলে ধরা হয়েছে। রয়েছে সামাজিক মেসেজ। এর আগে ও এরকম একটি কাজ করেছি। তবে সেটি কমার্সিয়াল নয়। এবার কমার্সিয়াল চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে। সবাই খুব দারুন অভিনয় করেছে। কাজটি সম্পর্কে অভিনেতা সাগর রেইন বলেন, কমবেশি প্রতিদিনই শুটিং করছি এবং প্রতিনিয়তই নতুন কাজ রিলিজ হচ্ছে। কিন্ত এ কাজটি একদম অন্যরকম । আমরা সবাই কাজটি নিয়ে খুবই আশাবাদী। গ্রামীণ পটভূমির এ গল্পটি একটি সামাজিক পারিবারিক গল্প। অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা বলেন, এ ধরণের চরিত্র করতে খুবই ভালো লাগে। সবাই খুবই ভালো কাজ করেছে। খুবই ম্যাচিউরড একটি গল্প। পারিবারিক ও সামাজিক ইস্যু নিয়ে এই গল্পটি নির্মিত। সবার মনে দাগ কাটবে আশা করি। তাসরিন নিশির লেখা কাহিনী ও সংলাপে এতে আরো অভিনয় করেছেন পিন্টু আকোনজি, সুমি, শাওন, রকিব, মাশরাফিসহ অনেকেই।পোস্ট প্রোডাকশন এর কাজ শেষে রিলিজ হবে ইউটিউবে।
জিয়ারিন আবির এর পরিচালনায় পর্দায় ভিন্নরূপে অপ্সরা
৯১
previous post
