মো. সেলিম হোসেন:
টাঙ্গাইলের গোপালপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৩০মে) দিনব্যাপী উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন এসব কর্মসূীচ পালন করেন। বিকাল ৩টার দিকে পৌরশহরের ডুবাইল গাংগা পাড়া বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। 
পরে বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক মো চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, পৌর যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বাবলু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, পৌর সদস্য সচিব খন্দকার হেলান উদ্দিন, উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ, সদস্য সচিব খন্দকার শরিফ, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ, সম্পাদক মোহাম্মদ হিরা মিয়া প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ২৯ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিন দিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়, লাখ লাখ শোকার্ত মানুষ শেরেবাংলা নগরে তার জানাজায় শরিক হন। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।
