ভোরের বাংলাদেশ প্রতিবেদক*
দেশে বহুল প্রচারিত এবং পাঠক প্রিয় সাপ্তাহিক ভোরের বাংলাদেশ প্রত্রিকার টির অষ্টম বর্ষপূর্তি উদযাপিত হয় হোটেল ফারস ইন্টারন্যাশনাল হোটেলে। গতকাল ৩১ মে ২০২৫ শনিবার বিকেলে হোটেল ফারস ইন্টারন্যাশনাল হোটেলে রেস্টুরেন্টের ৬ তলায় কনফারেন্স রুমে সন্ধ্যা ৭ টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক আমার বার্তার পত্রিকা টির বিশেষ প্রতিনিধি সফিউর রহমান সফিক সভাপতিত্বে হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দৈনিক আমার বার্তার পত্রিকা টির বিশেষ প্রতিনিধি সফিউর রহমান সফিক সহ ভোরের বাংলাদেশ স্থানীয় প্রতিনিধিরা ।
হাফিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে সাপ্তাহিক ভোরের বাংলাদেশের ৮ম বর্ষপূর্তি উদযাপন সফলভাবে অনুষ্ঠিত হয় ।
উক্ত প্রতিষ্ঠা বাষির্কীতে জাতীয় ও স্থানীয় পত্রিকার বিভিন্ন স্তরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে আমন্ত্রিত অতিথিরা হোটেল ফারস ইন্টারন্যাশনাল হোটেলে পদার্পণ করায় পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নানা চড়াই-উৎরাই ও কন্টকাকীর্ণ পথ অতিক্রম করে সাপ্তাহিক ভোরের বাংলাদেশ আজ গণমানুষের মুখপাত্র পরিণত হয়েছে।সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বিগত মেয়াদে দেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে তথ্যনির্ভর সমাজ গঠনের পথ এগিয়ে নিচ্ছে সরকার। দেশে গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ভোরের বাংলাদেশ অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার।ভোরের বাংলাদেশ পত্রিকাটি এখন সময়ে সাথে পাঠক প্রিয় হয়ে উঠেছে, সম্পাদনায় পত্রিকাটি দেশের এবং দশের অধিকার রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করবে।
