গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চক ভরুয়া এলাকায় সাইফুল ইসলাম (৪২) নামে এক হোটেল ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯৯৯-এ ফোন পাওয়ার পর হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই যুবককে আটক করেছে।
সাইফুল উপজেলার সোনামুই বাজারে দীর্ঘদিন ধরে একটি খাবার হোটেল পরিচালনা করে আসছেন। তিনি জানান, ৩০ মে রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে বিজয় (২০) ও সোহাগ (১৯) নামের দুই যুবকসহ আরও কয়েকজন তার বাড়িতে গিয়ে জানায়, বিজয়ের দাদা গুরুতর অসুস্থ এবং তিনি সাইফুলকে দেখতে চেয়েছেন।
সারল্যবশত তাদের সঙ্গে বের হলে, সাইফুলকে একটি নির্জন স্থানে নিয়ে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি তার কাছ থেকে ২০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয় অপহরণকারীরা।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত বিজয় ও সোহাগকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।
সাইফুল জানান, মুক্তিপণের বিষয়টি ধামাচাপা দিতে এবং মামলা না করতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় গোপালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
