মো. সেলিম হোসেন
টাঙ্গাইলের গোপালপুরে আত্মীয়বাড়ী বেড়াতে এসে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মোস্তফা শাহারিয়াল নেহাল (২২) নামে এক ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দমকল বাহিনীর কর্মীরা পৌরশহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাট সংলগ্ন বৈরাণ নদী থেকে তার লাশ উদ্ধার করে। নেহাল ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামে বাসিন্দা ঢাকা ওয়াশায় কর্মরত আঃ লতিফের ছোট ছেলে এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। । সে ঢাকার রামপুরা বসবাস করতেন।
জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে বুধবার সকালে গোপালপুরে মামা আলী আকবরের বাড়ী মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসে নেহাল। তার মামাত ভাই জিসানের সাথে দুপুরে সে নদীতে গোসল করতে নামে। পরে নদীর স্্েরাতে দু’জনেই নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সিজানকে জীবিত উদ্ধার করে। পরে দমকলবাহিনীর কর্মীরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
১১.০৬.২৫
