হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥ বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। দীর্ঘদিনের এই সমস্যা যেন কাটছেই না। সম্প্রতি কুষ্টিয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপিত হলেও তা এ অঞ্চলের মানুষের জন্য যথেষ্ট নয়। কেউ বড় কোনো দুর্ঘটনার শিকার হলে ছুটতে হয় ঢাকা, ফরিদপুর কিংবা রাজশাহীতে। তাই এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে এগিয়ে এসেছে বিআরবি গ্রুপ।
কুষ্টিয়া ও আশপাশের জেলার মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে বিআরবি গ্রুপের চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি মো. মজিবর রহমান তার সহধর্মিণীর নামে নির্মাণ করছেন বিশ্বমানের মেডিকেল কলেজ ও হাসপাতাল ।বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কুষ্টিয়ায় নির্মাণ হচ্ছে সেলিমা মেডিকেল কলেজ ও হাসপাতাল। সংশ্লিষ্টরা বলছেন, অচিরেই এটির কাজ শেষ হবে। হাসপাতালটিতে থাকবে সর্বাধুনিক সেবার সব ব্যবস্থা। থাকবে সব ধরনের চিকিৎসা বিভাগ। একজন রোগী যেন এই হাসপাতালেই সব ধরনের চিকিৎসাসেবা পেতে পারেন, সেই লক্ষ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আদলে নির্মাণ হচ্ছে এটি !
জানা গেছে, সেলিমা মেডিকেল কলেজ হাসপাতালটি হবে ৭৫০ শয্যার এবং ২৬টি ওটি সেন্টার বিশিষ্ট একটি বৃহৎ হাসপাতাল। বিআরবি গ্রুপ ২০১২ সালের দিকে হাসপাতাল নির্মাণকাজ শুরু করেছে, যা এখনো চলছে। কাজ শুরুর প্রাক্কালে কিছু বাধা সৃষ্টি হলে থমকে গিয়েছিল। সব বাধা অতিক্রম করে এখন পুরোদমে কাজ এগিয়ে যাচ্ছে !
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস কাস্টমস মোড়ে নিজ বাসভবনের সামনের দিকে মজিবর রহমান সহধর্মিণীর নামে নির্মাণ করছেন সেলিমা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এ উদ্যোগে উচ্ছ্বসিত কুষ্টিয়া জেলার মানুষ। তারা বলছেন, কুষ্টিয়ায় এই প্রথম বিশ্বমানের কোনো হাসপাতাল হচ্ছে। ফলে এই অঞ্চলসহ আশপাশের জেলার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হবে। স্থানীয় জনগণ বলেন, হাসপাতালটি হলে আমাদের এলাকার মানুষ যেমন উন্নত স্বাস্থ্যসেবা পাবেন, তেমনি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। অন্য জেলা থেকে মানুষ চিকিৎসা নিতে আসবে। তারা আমাদের এলাকায় থাকবেন; স্থানীয় দোকানগুলোতে বেচাকেনা বাড়বে!! বিআরবি গ্রুপের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা চাই অতিদ্রুত হাসপাতালটির নির্মাণকাজ শেষ হোক।
২০১১ সালে রাজধানী ঢাকার পান্থপথে বিআরবি হাসপাতাল নির্মাণ করে এরই মধ্যে দেশব্যাপী সুনাম কুড়িয়েছে বিআরবি গ্রুপ। সেই ধারাবাহিকতায় কুষ্টিয়াবাসীকে উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আনতে তারা সেলিমা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে এটি খুলনা বিভাগ তথা দক্ষিণ-পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম, দৃষ্টিনন্দন এবং আধুনিক হাসপাতালে রূপান্তরিত হবে বলে আশা ব্যক্ত করেছেন স্থানীয়রা !
বিশ্বমানের হাসপাতাল নির্মাণ করছে বিআরবি গ্রুপ
৬৬
