গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর নিচ দিয়ে ইউ-টার্নের দাবিতে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জের গজারিয়া বাসী।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গজারিয়ার (বালুয়াকান্দি হাঁসপয়েন্ট) এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে উপস্থিত আয়োজকরা বলেন গজারিয়া উপজেলা একটি শিল্পঅঞ্চল এলাকা। এই এলাকায় পরিকল্পিত কোন ইউ-টার্ন না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তারা আরো বলেন এই মহাসড়কে বিকল্প পথ এবং ইউ-টার্ন না থাকায় যানবাহন গুলো বিপরীত লেনে ঘুরতে গিয়ে সড়কে প্রাণহানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী উদ্বিগ্ন।
মানববন্ধন থেকে দ্রুত ইউ-টার্ন নির্মাণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
স্থানীয়রা জানান, ইউ-টার্ন সুবিধা চালু হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং জনদুর্ভোগ লাঘব হবে। মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ ও মহাসড়কে জরুরি ভিত্তিতে মেঘনা সেতুর নিচ দিয়ে ও ভাটেরচর ব্রিজের নিচ ইউ-টার্ন স্থাপনের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে নানা শ্রেনী পেশার হাজার মানুষ অংশ গ্রহণ করে।স্থানীয় রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো:ফারুক হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো:ইসহাক আলী, দেওয়ান হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন সরকার,মাসুম আহমেদ,রিফাত প্রধান,মমিন মৃধা,বাদশা মেম্বার, নিজাম মোল্লা, শাহাদাত হোসেন পান্নু, মোকলেস দেওয়ান,ইপু প্রধান প্রমুখ।
