ভোরের বাংলাদেশ ডেস্ক:
অবৈধ বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদে রাজধানীর নতুনবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।এ সময় কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপর পাশে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়কে জড়ো হতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় নতুনবাজার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। অনেকের হাতে প্লে-কার্ডও ছিল।
আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। সেইসঙ্গে দীর্ঘদিন ধরেই তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে আসছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।
