দেওয়ান সামান উদ্দিন ।
বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজার ব্যবস্থার আলোকে দেশের অর্থনৈতিক দিগন্তের প্রসার ঘটানোর লক্ষ্যে সরকার বেসরকারী খাতে জীবন বীমা কোম্পানী প্রতিষ্ঠার অনুমতি দিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহন করে। এরই ধারাবাহিকতায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০১৩ইং সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হয়। গ্রাম-গ্রামান্তরে চষে বেড়ানো মাঠকর্মীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে স্মার্ট তথ্য প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন এ্যাপ্স তৈরী, কর্মকর্তাদের উন্নতমানের সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান, অতি দ্রুততম সময়েই গ্রাহকের মৃত্যুদাবী, সমর্পন মূল্য, মেয়াদোত্তীর্ণ দাবী প্রত্যাশিত সুবিধা (এসবি) দাবী পরিশোধ এবং শরীয়াহ্ মোতাবেক আমানত সংগ্রহ ও তা যথাযথ সংরক্ষণ করাই হচ্ছে বেস্ট লাইফের দৃঢ় অঙ্গীকার।এখানে রয়েছে পেশাদারিত্ব সম্পন্ন উচ্চ শিক্ষিত একঝাঁক তরুণ। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় কোম্পানী সুনামের সহিত নিজস্ব মহিমায় সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরই ধারাবহিকতায় গতকাল হয়ে গেল বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জমকালো সেলিব্রেশন প্রোগ্রাম ২০২৫ । শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর জোনাল অফিসে এই সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । সফিপুর জোনাল অফিসের এজেন্সি ডিরেক্টর মোঃ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নূরুল ইসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুমনা পারভিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, খাজা বদরোদ্দাজা মর্ডান হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডাক্তার বখতিয়ার, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম সাধারন সম্পাদক সেলিম হোসেন সহ কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন সাফল্য অর্জনকারী এজেন্টদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।
৭৬
