টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল চর পাকুল্লা এলাকা থেকে মোঃ নাফিউর রহমান (আবিদ) নামের ১৩ বছর বয়সী এক কিশোর দুই দিন ধরে নিখোঁজ। সে টাঙ্গাইল সদর থানাধীন পাকুল্লা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর শিক্ষার্থী।
আদিব এর পরিবার জানায়, গত ২২ জুন ২০২৫ইং, রোজ: রবিবার, আনুমানিক সকাল ১০:৩০ মিনিটের দিকে বাসা থেকে বেরিয়ে সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় সোমবার তাঁর বাবা মো: নজরুল ইসলাম (৪৫), টাঙ্গাইল মডেল থানায় একটি নিখোঁজ সাধারর ডায়েরী করেছেন।
নজরুল ইসলাম বলেন, নিখোঁজের পর বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করেছেন, কিন্তু সন্ধান মেলেনি।
এ ঘটনা তদন্ত করছেন এস আই মো: তাজউদ্দিন। তিনি বলেন, নিখোঁজ আদিব এর সঙ্গে কোনো ডিভাইস (ইলেকট্রনিক যন্ত্র) নিয়ে যায়নি। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে কিন্তু কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
নিখোঁজের বর্ণনা: মো: নাফিউর রহমান (আদিব), বসয়: ১৩, গায়ের রং- ফর্সা, মুখমন্ডল- গোলকার, উচ্চতা- ৫ ফুট, স্বাস্থ্য- চিকন, পরনে ছিলো- কালো রং এর জিন্স প্যান্ট ও কমলা রং এর গেঞ্জি এবং সাথে ছিল স্কুল ব্যাগ।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় জিডি করা হয়েছে জিডি নং- ১৬১০, তারিখ: ২৩/০৬/২০২৫।
যোগাযোগ: পিতা: মো: নজরুল ইসলাম (০১৭৫৪-৮৭৭৮১০), ভাই: হিমেল হোসেন রাব্বি (০১৭৬৪-৬৭৫৬১৬)।
