রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র ম্যানেজমেন্ট টিম
(এসএমটি) এর ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন (
সোমবার) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা
অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজমেন্ট
টিমের চেয়ারম্যান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী
মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও
মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের প্রধান
কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট
লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা
উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং
প্রধান কার্যালয়ের বিভাগসমূহের উপমহাব্যবস্থাপকসহ
এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
