মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ফিরেঃ সফিউর রহমান সফিক।
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের “ডাক্তার আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের ” এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন “আ ক ম মোজাম্মেল হক”। ২৩ জুন ২০২৫ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশ ক্রমে কলেজ পরিদর্শক এই কমিটির অনুমোদন দেন। আ ক ম মোজাম্মেল হক , বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’)র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি একজন শিক্ষা অনুরাগী , বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। তৃণমূল থেকে বেড়ে ওঠা রাজনৈতিক অঙ্গনে তার
দূরদর্শী নেতৃত্ব ও প্রজ্ঞার মাধ্যমে নিজের অবস্থান অল্প বয়সে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার জন্য বিচক্ষণ নেতা হিসাবে তার সুনাম রয়েছে। তার প্রজ্ঞা বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে ডাক্তার আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজটির শিক্ষার মান- পরিবেশ ও স্কুল এন্ড কলেজটির উন্নয়ন আরো সামনে এগিয়ে যাবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়বে এটাই প্রত্যাশ শিক্ষার্থী , অভিভাবক ও এলাকাবাসীর। অন্যদিকে ডাক্তার আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের এড হক কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ- শিক্ষকবৃন্দ ও অভিভাবক , সুশীল সমাজ, বিভিন্ন পেশার লোকজন এবং এলাকার সাধারণ জনগণ।
বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের “সভাপতি” হলেন আ ক ম মোজাম্মেল হক
১৬৬
previous post
