টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল বাসাইল বাসুলিয়াতে(চাপড়াবিল) আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌকার মালিক ও মাঝিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার(২৬ জুন) সকালে বাসুলিয়া মুক্তমঞ্চে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,
বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, অপারেশন অফিসার মোঃ আব্দুল ওহাব সরকার প্রমুখ।
আশরাফুল ইসলাম বলেন নৌকাতে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক রাখতে হবে তাতে সাঁতার না জানা ব্যক্তি মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে যাবে এবং নৌকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নৌকায় কোন পর্দা থাকা যাবে না।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম বাসুলিয়ার উত্তরোত্তর সার্বিক উন্নয়ন কামনা করে বলেন বাংলাদেশের সকল ট্যুরিস্ট স্পটে নৌকাতে লাইফ জ্যাকেট আছে এখানেও রাখবেন মানুষ প্রাকৃতিক দৃশ্য দেখতে আসে তাই নৌকাতে পর্দার কোন প্রয়োজন পড়ে না পর্দা রাখবেন না এবং কোন অনৈতিক কাজে সহযোগীতা করবেন না।নৌকার পাশের বেড়া গুলো আগামী এক(১) মাসের মধ্যে খুলে ফেলবেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করবেন না, আপনাদের সার্বিক সহযোগিতায় থাকবে বাসাইল উপজেলা প্রশাসন।
এর পূর্বে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আকলিমা বেগম বাসাইল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম
বাসুলিয়া(চাপড়াবিল) ঘুরে দেখেন।
