টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকালে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে যৌনকর্মীরা নিঃস্ব হয়েছেন। তারা সরকারি সহযোগিতা কামনা করেছেন। প্রায় প্রায় ১ ঘন্টার চেষ্টায় ফাফার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, সকাল সাড়ে ১১ টাকার দিকে একটি ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার ঘটনায় ১২ টি ঘর ও বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। ঘরে থাকা নগদ টাকা, আলমিরা, টিভি, ফ্রিজ, সুকেজ, বইপত্রসহ নানা ধরণের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
ক্ষতিগ্রস্তরা বলছেন, এক ঘণ্টার আগুনে তার সব পুড়ে ছাই হয়েছে। আগামী কিভাবে দিন পার করবেন, তা নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি করেন তারা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েন বলেন, খবর পাওয়ার সাথে সাথে ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশে পুকুর ও স্থানীয়রা সহযোগিতা করায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
