পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া জানান, একাধিকবার বাজেট অনুমোদনের জন্য বলা হলেও প্রধান শিক্ষক কর্ণপাত করেননি।
প্রধান শিক্ষক সরদার আব্দুল কাইয়ুম অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারিভাবে বাজেট ছাড়া ব্যয় করা অবৈধ এবং তিনি রশিদ ছাড়া কোনো টাকা আত্মসাৎ করেননি বলে দাবি করেন। বরং তিনি শিক্ষার মান উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন বলেও সভায় উল্লেখ করেন।
সভাপতি মো. সাইদুর রহমান মহাসিন শিকদার জানান, অভিযোগের সত্যতা নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক মেধা যাচাই, ভালো শিক্ষকদের পুরস্কার, নতুন আইসিটি শিক্ষক নিয়োগসহ বিভিন্ন উদ্যোগের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সভায় শিক্ষার মান উন্নয়নে প্রস্তাব দেন হাসান পাঠান, শহিদুল্লাহ বেপারী, আব্দুল হান্নান বেপারী, সাইফুল ইসলাম, মোশারফ সরকার, শাহজালাল, এ কে এম বাসার মাস্টার প্রমুখ।
