সফিউর রহমান সফিক– মুন্সীগঞ্জের গজারিয়া থেকে ফিরে
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সংক্ষেপে ( পিআইও) এই পিআইও আবু ছাঈদ মল্লিকের ঘুষ, দুর্নীতি, নানান অনিয়ম ও জুন ক্লোজিং এর নামে বিভিন্ন প্রকল্পের সরকারি টাকা কাজ না করে উত্তোলনের মাধ্যমে কয়েকজন মিলে হরিলুট করার গুরুত্ব অভিযোগ উঠেছে আবু ছাঈদ মল্লিক ও তার অধীনস্থ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে । এদিকে অনুসন্ধান ও বিভিন্ন সূত্রে জানা গেছে পিআইও আবু সাঈদ মল্লিক ঠিকাদার ,চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিবদের কাছে মিস্টার 20% কারো কাছে মিস্টার ৩০% হিসেবে তিনি পরিচিত । এই পারসেন্ট ছাড়া তিনি কোন প্রকল্পের বিল রিলিজ করেন না নিজের পকেটে টাকা না আসা পর্যন্ত। অনুসন্ধানে একাধিক সূত্রে থেকে পাওয়া নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে টি আর কাবিখা কালভার্ট সহ ৮ টি ইউনিয়নের একাধিক প্রকল্পের কাজ না করে ২০২৪-২৫ অর্থবছরের টাকা উঠিয়ে নেওয়ার গুরুত্বের অভিযোগ রয়েছে উক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। অনুসন্ধানে আরো জানা গেছে ফ্যাসিস্ট সরকারের দোসর আবু ছাঈদ মল্লিক ঘুষ , দুর্নীতি, অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ ও কোটি কোটি টাকার মালিক। রাজধানী ঢাকায় একাধিক ফ্লাট ও বাড়ির রয়েছে তার। দুর্নীতির মাধ্যমে অর্জন করা অবৈধ সম্পদ অর্জনের নথি আমাদের হাতে এসেছে । গজারিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক আটটি ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে কাজ না করে সম্প্রতি ২০২৪-২৫ অর্থ বছরের ক্লোজিং এর নামে প্রকল্প গুলার অর্থ উত্তোলন করেছে এই অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইলে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কথা বলতে নারাজ। তবে এই বিষয়ে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাবিখার পরিচালকের সাথে যোগাযোগ করে গজারিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ঘুষ, দুর্নীতি, অনিয়মের বিষয় গুলো অবগত করালে কাবিখার পরিচালক এই বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান ।
