৯০
গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) সুমন মিয়া জেলা প্রশাসক কার্যালয়/স্থানীয় সরকার বিভাগ হতে কোন প্রকার ছুটি না নিয়ে (নেপাল) বিদেশ ভ্রমনে আছেন বলে জানা যায়।
সারা জমিনে গেলে ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই রুবেল মিয়া, পিতা জয়নাল আবেদীন জানান বৃহস্পতিবার(০৩-০৭-২০২৫) সকাল সাত ঘটিকার সময় আমার ছোট ভাই সুমন মিয়া নেপাল ভ্রমণের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন।
তার বিদেশ ভ্রমণের বিষয়ে তাহার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
বাউশিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবাদুল হক জানান সচিব সুমন মিয়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমার কাছে কোন প্রকার আবেদন করেননি।
বিষয়টি আরো নিশ্চিত করেছেন স্থানীয় সরকার শাখার অফিস সহকারী কামরুল ইসলাম জানায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া বিদেশ ভ্রমণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে কোন আবেদন করেননি।
তাহলে একজন সরকারি কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের অনুমতিবিহীন বিনা নোটিশে কিভাবে বিদেশ ভ্রমণে গেলেন তা যথাযথ কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে আশা রাখি।
