গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলার প্রধান আসামি আজমল হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নৌ পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি আলিম উদ্দিন এর সভাপতিত্বে ও মেম্বার কামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা কালু মিয়া, জিয়া উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আজমল হোসেনের নেতৃত্বে নদীপথে নৌযান আটকিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি আসছেন একটি চক্র।
চক্রটি অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। অবিলম্বে চাঁদাবাজ আজমল হোসেনসহ দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান বক্তারা। বক্তারা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, কথিত স্বঘোষিত সমন্বয়ক আজমল গ্রেফতার না হলে পুরো গোয়াইনঘাট অচল করে দেওয়া হবে। এসময় আজমলের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয় শ্রমিকরা।
