রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
মাদকমুক্ত সুন্দর ও সুষ্ঠু সমাজ গড়তে হলে নিজের ঘর থেকেই কাজ করা শুরু করতে হবে। বর্তমানে অধিকাংশ পরিবারের সন্তানরা মাদকের সাথে জড়িত। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে আগে নিজের পরিবার থেকেই এর বিরুদ্ধে কাজ করতে হবে বলে জানিয়েছেন মাদক বিরোধী আলোচনা সভায় বক্তারা।
“করেছি দৃঢ় অঙ্গিকার, মাদক নির্মূল হবে এবার” এই স্লোগানে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কুমিল্লাার হোমনায় মাদক বিরোধী আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর-১ প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ দেলোয়ার মমিনের সার্বিক সহযোগিতায় শোভারামপুর মাদকমুক্ত নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে এ মাদক বিরোধী আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
শোভারামপুর মাদকমুক্ত নাগরিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হক এর সঞ্চালনায় উপদেষ্টা সদস্য মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা থানার এসআই ইহসানুল হক ইহসান, শোভারামপুর মাদকমুক্ত নাগরিক ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মমিন, সহ সম্পাদক মনোয়ার হোসেন, উপদেষ্টা সদস্য কামরুল হাসান তুহিন, চান্দেরচর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হেলাল, মহিলা সদস্য শাহনাজ পারভীন, মোঃ মজিবুর রহমান, মোঃ সালাউদ্দিন, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি মোঃসেলিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাদক সমাজ ও দেশের জন্য খুবই ক্ষতিকর। বর্তমানে অধিকাংশ তরুন, যুব সমাজ মাদক বিক্রয় ও সেবনে আক্রান্ত। মাদকের প্রভাব ও এর কুফল ভয়াবহ ভাবে সমাজে বৃদ্ধি পাচ্ছে। মাদকের ফলে এখন সমাজে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি, ইভটিজিং, অন্যায়-অত্যাচার বেড়েই চলছে। মাদক সেবীরা পরিবারের সদস্যদের উপর নানা রকম নির্যাতন, অত্যাচার করে বেড়ায়। এসময় বক্তারা আরো বলেন, মাদকমুক্ত সমাজ করতে হলে আগে নিজের ঘর থেকেই এর কাজ শুরু করতে হবে। নিজের সন্তানদের মাদকমুক্ত রাখার পাশাপাশি তাদের চলাফেরার উপর নজর রাখতে হবে। প্রত্যেককে নিজে সচেতন থাকতে হবে ও সবাই কে সচেতন রাখতে হবে। মাদক কেনা-বেচার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
