দেওয়ান সামান উদ্দিন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে নুসরাত অর্জন করেছে জিপিএ-৫। এই কৃতিত্বে বিদ্যালয়জুড়ে বইছে আনন্দের বন্যা।
ছাত্র হিসেবে নুসরাত বরাবরই মেধাবী ও পরিশ্রমী। শিক্ষকরা জানিয়েছেন, ক্লাসে তার মনোযোগ, সৃজনশীলতা ও অধ্যবসায় ছিল প্রশংসার যোগ্য। তার এই সাফল্যে শিক্ষক, পরিবার এবং সহপাঠীরা দারুণ আনন্দিত ও গর্বিত।
নুসরাত জানায়, “আমি নিয়মিত পড়াশোনা করতাম। শিক্ষকদের সহযোগিতা, বাবা-মায়ের দোয়া আর নিজের চেষ্টা আমাকে এই পর্যন্ত এনেছে।” ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সে জানায়, “আমি একজন ডাক্তার হতে চাই। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই চিকিৎসা পেশার মাধ্যমে।”
নুসরাতের বাবা-মা বলেন, “আমরা সবসময় ওকে উৎসাহ দিয়েছি। আজ আমাদের মেয়ের এই সফলতা আমাদের জীবনের সেরা প্রাপ্তি।”
আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বলেন, “নুসরাত আমাদের গর্ব। আমরা বিশ্বাস করি, সে ভবিষ্যতেও দেশের গর্ব হয়ে উঠবে।”
নুসরাতের এই কৃতিত্ব কেবল তার একার নয়—এটি কালিয়াকৈর উপজেলার শিক্ষার মান এবং প্রতিষ্ঠানটির প্রতি আস্থা ও গর্বের প্রতীকও
