মো. সেলিম হোসেন:
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবগ্রাম দাখিল মাদরাসায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মাদরাসার সুপারঃ মাওলানা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে খোলা মাঠে সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
সিনিয়র শিক্ষক মোঃ শাহিনুর ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-২ ( গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির। এ সময় সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম মতি, কারী গোলাম মোস্তফা, হমায়ুন খালিদ, লিপি খাতুনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শেষে নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার এবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা আবুল হোসেন। এ ছাড়াও উপজেলার সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে অনেক স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
