মো. সেলিম হোসেন:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পোল্ট্রি খামারিদের নিয়ে পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকিজ ফিডের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিনিময় এন্টারপ্রাইজের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক পোল্ট্রি খামারি অংশগ্রহণ করেন।
বিনিময় এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা মো. সোলায়মান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আকিজ এগ্রো ফিডের ডিজিএম ডা. মো. এনামুল হক, এজিএম টেকনিক্যাল (হেড) ডাঃ মো.সাকিব রেজুয়ান, এজিএম হেড মোঃ বাহারুল ইসলাম, এরিয়া ম্যানেজার কৃষিবিদ আরিফুল ইসলাম, টেকনিকেল অফিসার ডাঃ মো. হাবিবুর রহমান, বিনিময় এন্টারপ্রাইজে প্রোপাইটর মো. সালাউদ্দিন খান সজীব প্রমুখ।
পোল্ট্রি খাতে টেকসই উৎপাদন এবং লাভজনক খামার পরিচালনার জন্য গুণগতমান সম্পন্ন ফিড ব্যবহারের বিকল্প নেই। আকিজ ফিড সবসময় খামারিদের পাশে থাকতে চায়।
সভা শেষে আকিজ ফিড-এর পক্ষ থেকে উপস্থিত খামারিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
