গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মুকিদ আহমদ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।
তারা বর্তমানে সিলেটের মাছিমপুরে ভাড়া বাসায় বসবাস করছেন। মুকিত পেশায় একজন শ্রমিক।
শুক্রবার (২৫) জুলাই বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুকিত ও তার ২৮ জন বন্ধু মিলে সিলেট শহর থেকে শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলছিল। খেলা শেষে মুকিত ও তার দুই সহপাঠী জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামলে তার সাথে থাকা দুইজন সহপাটি তীরে উঠলেও সাঁতার না জানায় স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হয় মুকিত। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, বিজিবি ও দমকল বাহিনী ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
প্রতিবেদন লেখার সময় রাত ৮ পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই ও জাফলং বিট অফিসার ওবায়দু্ল্লাহ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
ছবি ক্যাপশনঃ জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় স্রোতের টানে ডুবে যাওয়া নিখোঁজ মুকিত।
