সফিউর রহমান সফিক
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেফতার করেছে। এদিকে জানা গেছে
২৭-০৭-২০২৫ দুপুর আনুমানিক ১৫.৩০ ঘটিকায় এসআই (নিরস্ত্র)/সৈয়দ হাসিব আহম্মেদ, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন যোগিনীঘাট সাকিনাস্থ মানিক বেপারীর ঘাট নামক স্থানে জনৈক তারেক মাঝির “মুন্সীগঞ্জ ভাই ভাই সেলুন” এর সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। মোঃ মিজানুর রহমান @ জাফর শেখ (৩৯), পিতা-মৃত আঃ আজিজ শেখ, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-নাগেরহাট, থানা-লৌহজং, জেলা -মুন্সীগঞ্জ, বর্তমান ঠিকানা : সাং-নূরেরচালা (বোডঘাট, আক্তারের বাড়ির ভাড়াটিয়া ),থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা-কে গ্রেফতারপূর্বক দেহ তল্লাশিকালে তার নিজ উপস্থাপন মতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
অভিযুক্ত মোঃ মিজানুর রহমান @ জাফর শেখ (৩৯)-এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য কেন বাচ্চার সাথে জড়িত ছিল ।
