দেওয়ান সামান উদ্দিন ।
নারী ও মেয়ে শিশুদের যৌন হয়রানি জেন্ডার -ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করা, বাল্য বিবাহ প্রতিরোধ, পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা স্থানীয় পযায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার সমাজকর্মী , ও শিক্ষকদের নিয়ে ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন জেন্ডার -বেসড ভায়োলেন্স কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে । আজ সকালে কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকায় বেগম সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রতিরোধে কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। বেগম সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধন শিক্ষক সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান ,এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোখলেসুর রহমান সভাপতি কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, ,মোহাম্মদ আতোয়ার রহমান সাধারণ সম্পাদক উপজেলা শিক্ষক সমিতি, একাডেমিক সুপারভাইজার শাহিনুর বেগম, আব্দুল আজিজ বকুল প্রধান শিক্ষক বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় গাজীপুর জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃহাবিবুর রহমান, প্রজেক্ট অফিসার মোহাম্মদ আরিফ রাব্বানী, ভলান্টিয়ার নাজমুল ইসলাম ও মোর্শেদা আক্তার সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।শিখা প্রকল্পটি মূলত গাজীপুর জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে জেলায় চার বছরে ৫৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা সহ, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম ও কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।
