দেওয়ান সামান উদ্দিন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করে বেসরকারী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা । মঙ্গলবার কালিয়াকৈর উপজেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় অভিভাক ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা । এ সময় সময় সামি মর্ডান স্কুলের পরিচলক হাজী মো: শফিজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক গন । মাববন্ধনে ৫০ টি স্কুরের প্রায় ৫ হাজার ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা অংশ নেয় । পরে প্রধান উপদেষ্টা বরাবর প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
