মোঃ শরীফ হোসেন শুভ।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে আবারও ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে ভারত। ফলে গ্রুপ পর্বের মতোই সেমিফাইনালও অনিশ্চয়তার মুখে পড়েছে।
গ্রুপ পর্বে ভারতের কয়েকজন সাবেক তারকা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে ম্যাচটি পণ্ড করে দিয়েছিলেন। এবার সেমিফাইনালেও মুখোমুখি হওয়ার সূচি পড়ায় আবারও একই অবস্থান নিয়েছেন তারা।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়, শিখর ধাওয়ান, ইরফান পাঠান, হরভজন সিং, যুবরাজ সিং ও সুরেশ রায়নার মতো খেলোয়াড়রা পাকিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহ দেখাননি। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন।
এরইমধ্যে টুর্নামেন্ট আয়োজকেরা ভারতীয় ইউনিটের কাছে ক্ষমা চেয়েছে— খেলোয়াড়দের ‘অনিচ্ছাকৃতভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে’ ফেলায়। তবে সেমিফাইনাল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি তারা।
আগামী বৃহস্পতিবার এজবাস্টনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান সেমিফাইনাল। মোহাম্মদ হাফিজের নেতৃত্বে পাকিস্তান গ্রুপ পর্বে চারটি জয় নিয়ে শীর্ষে উঠে এসেছে। ভারত শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সকে ১৩.২ ওভারে হারিয়ে চতুর্থ দল হিসেবে নকআউটে ওঠে।
এদিকে, ম্যাচ বর্জনের ঘোষণার পর টুর্নামেন্টের অন্যতম স্পনসর ইজিমাইট্রিপ জানিয়েছে, ভারত-পাকিস্তান সেমিফাইনাল থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে তারা। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,
> “সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।”
তিনি আরও জানান, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর— সে ম্যাচ বর্জনের কোনো আভাস মেলেনি।
এ বিষয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন,
> “খেলা বন্ধ হওয়া উচিত নয়। খেলাধুলাকে রাজনৈতিক বা সামরিক উত্তেজনার বলি বানানো ঠিক না।”
এখন দেখার বিষয়, আয়োজকেরা সেমিফাইনাল ঘিরে কী সিদ্ধান্ত নেয় এবং এই ম্যাচ মাঠে গড়াবে কিনা— তা নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল তুঙ্গে।
