মো. সেলিম হোসেন:
টাঙ্গাইলের গোপালপুরে শতবর্ষী এক বটগাছ ভেঙ্গে অন্তত ২০জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগদা শিমলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হঠাৎ বিকট শব্দে বটগাছটি ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়ে যায় অনেকেই। গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে উদ্ধার কার্যক্রম চালায়। বটবৃক্ষটি বাজারের মাঝে থাকায় গাছের নিচে ও আশপাশে দোকানপাট গড়ে উঠে। বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক বাজার বসে। আহতরা বাজারের ক্রেতা-বিক্রেতা ছিল। এ সময় ১৫টি দোকান ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শিমলা বাজারের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক গাছটির ভেতরে পঁচন ধরায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন অনেকে।
এ দিকে রাতেই জামায়ে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির আহতদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করেছেন। অপরদিকে শুক্রবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু আহদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
