মো. সেলিম হোসেন:
টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা বাজারে শতবর্ষী বটগাছ ভেঙ্গে আহতদের দেখতে হাসপাতালে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। শুক্রবার সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে প্রথমে হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। তিনি আহত প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান, জাসাস সভাপতি শাহনুর আহাম্মেদ সোহাগ, শহর বিএনপি সাধারণ সম্পাদক চাঁন মিয়া, নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিছলুসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নগদাশিমলা বাজারে হঠাৎ কওে শতবর্ষী এক বিশাল আকৃতির বটগাছ ভেঙ্গে অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
