রিপোর্টার শরীফ হোসেন শুভ.
বৃষ্টি উপেক্ষা করে শুরু হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলা একাডেমির সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
মেলার উদ্বোধন করেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখ মিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমার সন্তানের রক্তের সঙ্গে জড়িয়ে আছে জুলাই গণঅভ্যুত্থান। আজকের এই বইমেলা সেই আত্মত্যাগের স্মরণ। শুধু আমার ছেলে নয়, যারা স্বৈরাচারের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল, এই মেলা তাদের সকলের সাহসিকতার প্রতি শ্রদ্ধাঞ্জলি।”
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, “গত এক বছরে জুলাই অভ্যুত্থান নিয়ে যেসব বই প্রকাশিত হয়েছে, সেগুলো ভবিষ্যতের গবেষণার জন্য গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস হিসেবে সংরক্ষিত থাকবে। এসব বই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে জবাব হিসেবেও কাজ করবে।”
প্রকাশনা সংস্থা ‘ছোটদের সময়’-এর প্রকাশক মামুন সারওয়ার বলেন, “বৃষ্টির কারণে ভিড় কিছুটা কম হলেও মেলার গুরুত্ব কমেনি। এই ধরনের আয়োজন জুলাই অভ্যুত্থানকে স্মরণে রাখার জন্য কার্যকর ভূমিকা রাখবে।” তিনি জানান, তাদের প্রকাশনা থেকে আমিরুল মোমেনীন মানিকের ‘গোয়েন্দা কবলে মুগ্ধ’, আফসার নিজামের ‘কমপ্লিট শাটডাউন’, ফাতেমা কাওসারের *‘লাল জুলাইয়ে বাংলাদেশ’*সহ মোট চারটি বই মেলায় এসেছে।
বইমেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত থাকবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক আলোচনা।
আয়োজকরা জানিয়েছেন, মেলাকে কেন্দ্র করে নতুন প্রজন্মের মধ্যে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
