মো. সেলিম হোসেন
টাঙ্গাইলের গোপালপুরে শতবর্ষী এক বটগাছ ভেঙে আহত শাহজাহান আলী শাজুর (৬৮) মৃত্যু হয়েছে। শনিবার ভোরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে হাদিরা গ্রামের মৃত সোমেদ আলীর সন্তান।
জানা যায়, শাহজাহান আলী বৃহস্পতিবার বিকালে নগদা শিমলা বাজারে বাজার করতে এসে হঠাৎ ভেঙে পড়া বটগাছের নিচে চাপা পড়ে। ফায়ার সার্র্ভিসের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বাদ যোহর বন্দ হাদিরা নূরানী মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নগদা শিমলা বাজারে গত বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হঠাৎ করে শতবর্ষী এক বটগাছ ভেঙে পড়লে ২০ জন আহত হন। গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
