সফিউর রহমান সফিক
——————————–
৪ আগষ্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ২০.৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে *ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী কলেজপাড়া এলাকায়* অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এদিকে জানা গেছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *১। মো: রেজাউল বিশ্বাস (৪০),* পিতা- ফরিদ বিশ্বাস, সাং- মালাঙ্গা (হল পট্টি) ও ২। *মো: মাতুল শেখ (২৫),* পিতা- মৃত মকিম শেখ, সাং- নরসিংহদিয়া, উভয় থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর । আরো জানা যায় এই সময় গ্রেফতারকৃত আসামী *১। মো: রেজাউল বিশ্বাস (৪০) এর নিকট হতে ১০০ (একশত) পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা এবং ২। মো: মাতুল শেখ (২৫) এর নিকট হতে ৪৪ (চুয়াল্লিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ৪.০ গ্রাম আনুমানিক মূল্য ১৩,২০০/- (তেরো হাজার দুইশত) টাকা ও ২৪ (চব্বিশ) পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৭,২০০/- (সাত হাজার দুইশত)* টাকা অবৈধ মাদক গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারপূর্বক জব্দ করা হয়
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
