খন্দকার মাসুদ রানা ভুয়াপুর টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল ভুঞাপুরে ঐতিহাসিক জাহাজ মারা দিবস পালিত হয়েছে
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং গৌরবোজ্জ্বল ঘটনার দিন এটি, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হানাদার বাহিনীর আধুনিক মরনাস্ত্র,গোলাবারুদ, জ্বালানি ও রসদ বোঝাই সাতটি ছোট বড় জাহাজ নারায়ণগঞ্জ ও সদরঘাট ইপিআর জেটি থেকে নদী পথে রওনা হয়ে তৎকালীন টাঙ্গাইলের ভুঞাপুরে উপজেলার সিরাজকান্দী নামক স্থানে ধলেশ্বরী নদীতে নঙ্গর করেন, ১৯৭১ সালের ১০:ই আগষ্ট তৎকালীন কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা সেই জাহাজে আক্রমন করেন এবং যুদ্ধ জাহাজে থাকা বিপুল পরিমাণ অশ্ত্র গোলাবারুদ ধবং করেন। সেদিন মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ ২ টি জাহাজ ধবং করতে সক্ষম হন।
এবং তৎকালীন সমযে ২১ কটি টাকার অশ্ত্র ও গোলাবারুদ ধবং করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়ার সঞ্চলনায়
সভাপতিত্ব করেন, ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আবু আব্দুল্লাহ খান,
প্রধান আলচক টাঙ্গাইল জেলা জাতিযতাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি এডভোকেট আব্দুল খালেক মন্ডল, মুক্তিযোদ্ধা গবেষণা পরিষদের সভাপতি ও সাবেক যুগ্মসচিব, শফিকুল ইসলাম মুকুল, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার, সহ বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধার এসময উপস্হিত ছিলেন। অনুষ্ঠান শেষে উদিচী শিল্পীগোষ্ঠির শিল্পীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে গন ও সঙ্গিত পরিবেশ করেন।
