১২
হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
১৪ আগস্ট ২০২৫খ্রি. বিকাল ১৭.০০ ঘটিকায় শুরু করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা,ঝিনাইদহ ও মেহেরপুর জেলার জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, খুলনা, মোঃ রেজাউল হক, পিপিএম, এসময় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ।
উল্লেখ্য এই গোপনীয় অনুষ্ঠানে সাংবাদিক প্রবেশে নিষেধ ছিল ! জেলার সাংবাদিকরা বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেন ।সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক । দেশের শান্তিশৃংখলায় সাংবাদিকরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে ।
