দেওয়ান সামান উদ্দিন ।
সাভার আশুলিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাইদ গাও উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল প্রধান অতিথির প্রাণবন্ত অংশগ্রহণ। প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে তিনি শুরু থেকেই উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেন। কেবল বক্তব্যেই সীমাবদ্ধ না থেকে, তিনি নিজেই কয়েকটি খেলার পরিচালনা করেন, যা উপস্থিত সবার মধ্যে বাড়িয়ে দেয় আনন্দের মাত্রা। খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন, ফলে অনুষ্ঠান হয়ে ওঠে সবার জন্য এক মিলনমেলা।বিকেলে সমাপনী পর্বে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন প্রধান অতিথি। শিক্ষার্থীরা জানান, এমন আনন্দঘন ও স্মরণীয় আয়োজন তাদের মনোবল আরও বাড়িয়ে দেবে এবং আগামীতে ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।অত্র বিদ্যালয়ের সভাপতি খায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ মঈনউদ্দীন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আবুল কাশেম, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব এ্যাড আবু হানিফ মিয়া, সাবেক সাধারন সম্পাদক আশুলিয়া যুবদল আব্দুল হাই, বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার মন্ডল, অভিভাবক সদস্য আব্দুল রাজ্জাক সহ ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ ও বিএনপি’র সংগঠনের নেতাকর্মীরা।
